সিলেটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ট্রিপল মার্ডার ঘটনায় আহত হিফজুরের জ্ঞান ফিরেছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাটের কোম্পানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি )প্রবাস কুমার সিংহ।
এএসপি জানান, ঘটনার পর বুধবার (১৬ জুন) সকালে আহত অবস্থায় উদ্ধার করা হয় আলেমার স্বামী হিফজুরকে। এরপর থেকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ তার জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থা তার এখনো হয়নি। শারীরিক অবস্থার একটু উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, দুই সন্তানসহ মাকে খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ভোররাতে মামলাটি দায়ের করেছেন নিহত আলেমা বেগমের বাবা আয়ুব আলী। সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল আহাদ জানান, মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ দুটি ক্লু সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে একাধিক তথ্যও পাওয়া গেছে। যা যাচাই করা হচ্ছে। শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটন করতে তারা সক্ষম হবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে, নিহত আলেমা বেগম (৩০), তার ছেলে মিজান (৮) ও মেয়ে আনিসার (৩) ময়নাতদন্ত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শুরু হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।