ঠাকুরগাঁওয়ের নোয়াগাঁও উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার বিচারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করা হয়। ২২ মার্চ সোমবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু জাফর সামসুদ্দিন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা উদীচীর সহ সভাপতি এম এস আহমেদ রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে,সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের দাবি জানান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুচরিতা দেব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।