নিউজ ডেস্ক:-

ঠাকুরগাঁও সদর উপজেলার আমির হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে।

 

শনিবার (১৩ নভেম্বর) সন্ধায় সালন্দর ইউনিয়নের কলোনী শিংপাড়া পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, অটো চালক রবিউল ইসলাম তার অটো চার্জার বিক্রয় করে ১৩ নভেম্বর সন্ধায় জেলা শহর হতে সালন্দর শিংপাড়া বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময়, জামালের চায়ের দোকানের সামনে পৌছা মাত্রই একই গ্রামের জবেদ আলীর ছেলে আমির হোসেন (২৮) ও তার ভাই রবিউল ইসলাম (২৩) তার গতিরোধ করে। এ সময় তারা ভিকটিম রবিউলকে একা পেয়ে শরীরের বিভিন্ন অঙ্গে কেজি পাথর দিয়ে রক্তাক্ত জখম করে। এবং তার পকেটে থাকা অটো চার্জার বিক্রয়ের ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর এক পর্যায় রবিউল সঙ্গা হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন এই ভাবে রবিউলের উপর ছিনতাইকারা রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নিবে। বিয়ষটি ভাবতে অবাক লাগছে। একই কথা বলেন আব্দুল হাকিম, ময়নুদ্দীনসহ অনেকে। এব্যাপারে আমির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, অভিযোগ হাতে পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।