ঠাকুরগাঁওয়ে ৮ হাজার টাকায় বাল্য বিয়ে !

 

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:- 

 

ঠাকুরগাঁওয়ে বিবাহ রেজিষ্ট্রির নাম করে ৮ হাজার টাকার বিনিময়ে বাল্যবিবাহের অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী সাইফুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয়রা জানায় জেলার সদর উপজেলার সিংগীয়া গ্রামের ফজল হকের নাবালক ছেলে রুবেল ইসলাম (১৬)’ এর সাথে গত ১৬ ফেব্রুয়ারী সন্ধায় জামালপুর ইউনিয়নের বাকুন্দা গ্রামের আবুল জলিলের কন্যা ভগদগাজী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জুলি আক্তার (১৪)’এর বিয়ে হয়। নিয়ম অনুযায়ী বিয়েটি হওয়ার কথা মেয়ের বাড়িতে কিন্তু এলাকায় জানাজানির ভয়ে পীরগঞ্জ উপজেলার অতরগাঁও গ্রামে মেয়ের মামা মোহাম্মদ আলী’র বাড়িতে টাকার বিনিময়ে বিয়ের কাজ সম্পন্ন করেন খনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী সাইফুল ইসলাম।

কাজী সাইফুল ইসলাম জানান এই বিবাহের সাথে আমি জড়িত ছিলাম না, এ ধরনের কোন প্রমান কেউ দেখাতে পারবে না।

পীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। ওই কাজীর বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।