কুরিয়ারের মাধ্যমে পোল্যান্ড থেকে দেশে এসেছে ভয়াবহ এক মাদক ডিওবি (ডাইমেথ অক্সি ব্রোমোঅ্যামফেটামাইন)। কিছুটা এলএসডির মতো দেখতে এই মাদকের চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর)।
সংস্থাটি বলছে, বাংলাদেশে এ ধরনের মাদক এই প্রথমবার আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে এর চালান এসেছে। আমরা প্রথম এ ধরনের মাদক আটক করেছি। এ বিষয়ে বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।এটি দেশের তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির মাদক উল্লেখ করে তিনি বলেন, ‘এটা দেখতে কিছুটা এলএসডির মতো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।