ঝালকাঠি প্রতিনিধি: ঝালককঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ভূমিদস্যু বসার শিকদার ও তার বসারবাহিনীর হাতে মারধোরের শিকার হয়েছে এক স্কুল শিক্ষিকা।অভিযোগ কারী স্কুল শিক্ষিকা বলেন নলছিটি থানাধীন দপদপিয়া জিরোপয়েন্টে আমার দুইটি দোকান রহিয়াছে। যাহার একটি মোঃ সামুন হাওলাদার এর নিকট ভাড়া দেওয়া আছে। অপর দোকানটি অনুমান ১ বছর যাবত তালা লাগানো রহিয়াছে। অদ্য ইং ০৬/০১/২০২২ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মোঃ সামুন হাওলাদার মোবাইল ফোন করিয়া আমাকে বলে আমার তালাবন্ধকৃত দোকানটির তালা ভাংগা।
আমি উক্ত সংবাদ পাইয়া দ্রুত আমার ছেলেকে নিয়ে দপদপিয়া আমার দোকানের কাছে গিয়ে দোকানের তালা ভাংগা দেখিয়া পুনরায় নতুন করিয়া দোকানে তালা লাগাই উক্ত সময় মোঃ বশার সিকদার (৪০), পিতা-মৃত নেছার আলী সিকদার, সাং-দপদপিয়া, থানা নলছিটি, জেলা- ঝালকাঠি আমার দোকানের সামনে আসিয়া আমি কেন দোকানে তালা লাগাইয়াছি তাহার কারন জানতে চায়। তখন আমার সহিত বশার সিকদারের তর্কবিতর্ক হয়। পর্যায় বশার সিকদার আমাকে এলোপাথারী ভাবে চর থাপ্পর ও কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এক পর্যায় বশার সিকদার আমার মাথার চুল ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। আমি ডাক চিৎকার দিলে বশার সিকদার দা হাতে নিয়ে আমাকে খুন জখমের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। আমি তাৎক্ষনিক ভাবে ঘটনার বিষয় স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিদের জানাইয়া ।
অনুসন্ধানে জানা যায়,বসারের এর অত্যাচারে দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী গ্রামের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্কের দেখা দিয়েছে। এই অত্যাচারী ভূমিদস্যু বসার বাহীনীর হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দপদপিয়া ইউনিয়নের সর্বস্তরের জনতা।
অনুসন্ধানে আরও জানা যায়, বর্তমান সরকারে স্থানীয় কিছু ক্ষমতাশীন নেতার ছত্রছায়ায় বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে বাসারবাহিনীর। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। অভিযোগ উঠেছে- এরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করে। কোন গ্রুপ জমি দখলের কাজে নিয়োজিত থাকে, কেউ নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসা। এ বিষয় থানার ওসি আতাউর রহমান জানান এ বিষয় থানায় অভিযোগ দেয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়ে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।