রংপুর বিভাগীয় প্রধান:-
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে একরাতেই সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার ধনু চেংঠী এলাকার মৃত শাহ মো: ইছানুলের ছেলে শাহ মো: এমরান দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন অন্য দিনের মতো গরুগুলোকে গোয়ালঘরে রেখে তিনি বাড়িতে ঘুমাতে যাই। রাত চারটার সময় আমার ছোট ভাই মুজাহেদুল ইসলাম ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা। ছয়টা গরুর মধ্যে দুইটা গরু নেই। তার চিৎকারে আমি ও বাড়ির লোকজন গোয়াল ঘরে যাই। গিয়ে দেখি আমার সাতটা গরুর মধ্যে ৫ টা গরু নেই। এসময় আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। অজ্ঞাত চোরেরা আমার দীর্ঘদিনের লালিত-পালিত গরু চুরি করেছে।
দেবীগঞ্জ থানার ওসি মোঃ জামাল হোসেন বলেন, গরু চুরির একটি অভিযোগ পেয়েছি। পুলিশ গরু উদ্ধারে কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।