নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ছোট নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ১লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই ব্যাক্তিকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টায় উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া এলাকায় আত্রাই ছোট নদীর তীরবর্তী কে এন এস ব্রিকস ফিল্ডে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় ঘটনা স্থল থেকে একটি মাহিন্দ্র জব্দ করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল সামাদ(৫৫) ও মোঃ জাহিদুল ইসলাম (৫০)। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, অবৈধভাবে নদী থেকে মাটি কাটায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।#
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।