ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক সন্তানের জনক অশোক মালো (৩৫) প্রতিবেশী চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে কুমার নদে নিয়ে যায়। সেখানে নৌকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় চিৎকার শুনতে পেয়ে শিশুটির বাবা গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পরপরই অশোক মালো পালিয়ে যায়। সে আইনপুর গ্রামের নারান মালোর ছেলে।

শিশুটির চাচী বলেন, ‘অশোক শিশুটিকে নদীতে নৌকায় নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আমরা গিয়ে মেয়েকে উদ্ধার করি। ততক্ষণে অশোক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকার মাতুব্বররা আপোষ মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছে।’

এদিকে ঘটনার পর থেকে অশোক মালো পলাতক রয়েছে। তবে অশোকের মা বলেন, ‘এটা আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত অশোককে ধরতে অভিযান চলছে।’