মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলের হাট-বাজারের পাশে নিমাইয়েরপাট কালীমন্দির সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পুলিশের নিয়মিত টহল চলাকালে স্কুলেরহাট বাজারের পাশে নিমাইয়েরপাট কালীমন্দির সংলগ্ন এলাকায় নীল রংয়ের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৭১) দেখে সন্দেহ হয়। এ সময় সেটিকে থামিয়ে তল্লাশি করা হলে পিকআপের কেবিনের পিছনের সিটের নিচে থাকা ২ পোটলায় ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পিকআপ চালক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিগ্রামের সাইফুল ইসলামের ছেলে আঙ্গুর ইসলাম (২২) ও নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্দ্ধনকুটি মোল্লাপাড়া গ্রামের শাজাহান আলী তালুকদারের ছেলে শহিদুল ইসলাম তালুকদার শাহীন (৪৫)।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।