মোঃ শাহীন আলম ( রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ) :গতকাল রাত সাড়ে ১১ টার দিকে মরদেহ উদ্ধার করার ২৪ ঘন্টার মধ্যে মরদেহের পরিচয় সনাক্ত এবং গতকাল রাত ২ টার দিকে সন্দেহ ভাজন এরশাদ আলী আকাশ (৩৪) এবং রিপন সরকার (৩২) নামের দুই সন্দেহ ভাজন হত্যাকারী কে পাবনা জেলার চাঁটমোহর থানার গুয়া খাঁড়া স্টেশন এলাকা থেকে আটক করে র্যাব। আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার।
নিহত অন্তর পাবনা জেলার চাটমোহর থানার পাতাইল হাট এলাকার ছবের আলীর ছেলে। তিনি আরো জানান, এরশাদ আলী আকাশ এবং রিপন সরকার মাদক ব্যবসায়ী এবং তাঁদের ক্যারিয়ার হিসেবে কাজ করতো এই ভিকটিম অন্তর। এদের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগ বাটোয়ারা কে কেন্দ্র করে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এতে তাঁরা অন্তরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পিত ভাবে অন্তরকে ডেকে নিয়ে গুরুদাসপুরে আসে। সেখানে মাদ্রাসার বারান্দায় ঘুমের ট্যাবলেট মিশিয়ে অন্তরকে চোলাই মদ খাওয়ায়।
এরপরে অন্তর অচেতন হয়ে পড়লে তাঁর গায়ের শার্ট খুলে দুই জনে মিলে শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে সেখান থেকে আবারও তাঁরা অন্তরের মরদেহ বারান্দায় ফেলে রেখে চাটমোহর ফিরে যায়। গুরুদাসপুরের উদবারিয়া মাদ্রাসার বারান্দায় অজ্ঞাত যুবকের মরদেহ প্রাপ্তির সংবাদে র্যাব ঘটনাস্থল পরিদর্শন ও হত্যা কাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। এরই সূত্র ধরে সন্দেহ ভাজন দুই জনকে আটক করা হয়। পরে তাঁদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।