নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত রোববার তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রাজিব হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতের পরিদর্শক প্রসূন কান্তি দাস বলেন বোরহান উদ্দিন কে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাতদিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ এপ্রিল বুধবার সকালে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাড়ি গ্রামে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে কারখানার শ্রমিক আফিলা খাতুন (৪৫) ও নাছিমা খাতুন (৩০) নিহত হয়। এ ঘটনায় নান্দাইল থানা পুলিশ বাদী হয়ে বিষ্ফোরণ দ্রব্য আইন ও হত্যা মামলা দায়ের করেন ৪ জনের নাম উল্লেখ করে। গত শনিবার সকালে বোরহান উদ্দিন কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে সিআইডি।