নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর পাকাপুলে ছুরিকাঘাতে আমান (১৭) নামে এক গার্মেন্টস কর্মী হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া জীবন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টায় অজ্ঞাত দুর্বৃত্তরা আমানকে পিঠে ছুরিকাঘাত করলে সে স্থানীয় এক ফার্মেসীতে আসে। এ সময় স্থানীয় লোকজন আমানের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

কলমকথা/বি সুলতানা