কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইকে থাকা ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ফারুক হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করাসহ তার বিরুদ্ধে থানায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন এঁর নির্দেশে সোমবার রাতে উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, তাপস কুমার রায়, মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কেশবপুর প্রেসক্লাবের সামনে যশোর-চুকনগর সড়ক থেকে নিষিদ্ধ পলিথিনসহ ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করে। এসময় তার ইজিবাইক থেকে ২৯৫কেজি পলিথিন উদ্ধার করে পুলিশ। সে মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, নিষিদ্ধ পলিথিনসহ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। তার ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।