নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিল ডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ছালেহা বেগম (৭৫) নামে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের নূরুল খন্দকারে স্ত্রী।

শুক্রবার রাত ১টার দিকে জামরিলডাঙ্গা গ্রামে নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে।

পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকেরা বৃদ্ধাকে পুড়িয়ে মেরেছে।

স্থানীয়ভাবে জানা যায়, ২০২০সালের সেপ্টেম্বরের ২৬ তারিখে জামরিলডাঙ্গা গ্রামের আকসির মোল্যা গ্রুপের হাতে ছালেহা বেগম এর ছেলে আরিফ খন্দকার খুন হন। এ নিয়ে দু পক্ষের মধ্যে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে কাস্টমস অফিসার আকসির মোল্যা দলবল নিয়ে আরিফ খন্দকার এর বাড়িতে এসে হুমকি প্রদান করে।

প্রতিপক্ষের লোকেরা চলে যাবার পরপরই কয়েক মুহুর্তের মধ্যে বারান্দায় ঘুমন্ত ছালেহা বেগম পুড়ে ছাই হয়ে যান। তিন বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা ছালেহা তার নিজ বাড়ির বসত ঘরের বারান্দায় ঘুমাতেন।

মৃত ছালেহার ছেলে, পুত্রবধু ও কন্যা সহ পরিবারের অভিযোগ, বৃদ্ধার ছেলে অরিফ খন্দকারের হত্যাকারীরা এবার তার মা ছালেহাকে পুড়িয়ে হত্যা করেছে।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় সহ জেলার পুলিশ ও গোয়েন্দ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।