মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে একজন কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কেডি, আর, কে মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সোহেল খান ( ৪৩) তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার খান (ওরফে কানা বদির)এর ছেলে । হত্যার ঘটনার পর ওই রাতেই লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ৩ টি হত্যা মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন। সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিল বলে জানা যায়।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,নিহত সোহেল খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র মামলা সহ মোট ১৩ টি মামলা রয়েছে।
উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।