• নড়াইলে অভিনব কায়দায় ভ্যান চালককে ছুরি মেরে ভ্যান ছিনতাই।

 

মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।

নড়াইল শহরে এক ভ্যান চালককে ছুরি মেরে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ভ্যান চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চালক জামির শেখ (৩৭) নড়াইল শহরের দুর্গাপুর এলাকার জলিল শেখের ছেলে।

পুলিশসূত্রে জানা যায় যাত্রী সেজে শহরের রুপগঞ্জ থেকে ভ্যানটি ভাড়া করে কয়েকজন দুর্বৃত্ত শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে মুলিয়া এলাকার হিজলডাঙ্গা সুইচ গেটের কাছে পৌঁছালে তারা জামিরের গলায় ছুরি মেরে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

জরুরী বিভাগের ডা: সুব্রত নাগ জানান, জামিরের প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, এই প্রতিবেদক কে জানান, দুর্বত্তরা পরিকল্পিতভাবে যাত্রী বেশে ভ্যানটি ছিনতাই করেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।

মোবাইল : ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০