- নড়াইলে চোরাইকৃত দু’টি মনিটর ও মোবাইল ফোনসহ আটক ২
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে চোরাইকৃত দু’টি মনিটর ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের সিফাত ফকির (২৮) এবং লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের আজমত হোসেন (৩০)। এর মধ্যে সিফাতের নামে বিভিন্ন থানায় চুরি, নাশকতাসহ ১০টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, সিফাত ও আজমত পেশাদার চোর। গত ২ নভেম্বর রাত দেড়টার দিকে নড়াইল শহরের মহিষখোলা এলাকার নান্টুর বাড়ি থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। সেই মামলার সূত্র ধরে প্রথমে সিফাত এবং পরে আজমতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত মনিটর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মো: অাজিজুর বিশ্বাস, ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।