নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী কালীতলা থেকে জুয়েল রানা (২৯) নামে এক মাদক সেবীকে ১ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে উপজেলার পেড়লী ক্যাম্প পুলিশ। ৬ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়। জুয়েল রানা উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের তাহেরুল ইসলাম নান্নুর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল পেড়লী কালীতলা থেকে জুয়েল রানাকে মাদক সেবনরত অবস্থায় ১ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ আটক করে। আটকপূর্বক তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা তাকে দোষী সাব্যস্ত হওয়ায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারা‌‌‌দন্ডের আদেশ দেন।

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০