পরীক্ষার ফল নিয়ে তর্কের জেরে মা-বাবা ও ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগে স্পেনের এক কিশোরকে শনিবার (১২ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের হত্যার পর ওই কিশোর তিন দিন ধরে লাশের সাথেই ছিল। পরে তার খালা বাড়িতে এলে বিষয়টি জানাজানি হয়।
দেশটির পুলিশ প্রশাসন জানিয়েছে স্পেনের বন্দরনগরী আলেকান্তের ২০ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম এলসিতে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। যা জানাজানি হয় শুক্রবার রাতে। জানা গেছে, কয়েক দিন ধরে পরিবারটির সাড়াশব্দ না পেয়ে ওই কিশোরের খালা তাদের খোঁজ নিতে এসেছিলেন ওই বাড়িতে। তখন কিশোর তার কাছে স্বীকার করে যে, সে তার বাবা-মা ও ভাইকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কিশোরকে হেফাজতে নেয়।
পুলিশকে ওই কিশোর জানিয়েছে, বাসার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে তার মায়ের সাথে ঝগড়া শুরু হয়। এরপর তার মা স্কুলে তার খারাপ রেজাল্ট নিয়ে তর্ক শুরু করলে একপর্যায়ে রাগের মাথায় বাবার রাইফেল দিয়ে প্রথমে মায়ের ওপর গুলি চালায় সে। পরে বাবা ও ১০ বছর বয়সী ছোট ভাইকেও গুলি চালিয়ে হত্যা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।