পাবনার আতাইকুলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শহিদুল ইসলাম (৩২) নামের এক অবৈধ অস্ত্রের কারবারিকে আটক করেছে র্যাব।
আটক শহিদুল ইসলাম পাবনার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনু শেখের ছেলে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, শুক্রবার ভোর রাতে র্যাব-১২’র হেড কোয়ার্টারের একটি টিম পাবনার আতাইকুলা থানার
সাদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা,
সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি।
উদ্ধারকৃত আলামতসহ অস্ত্র কারবারি শহিদুলকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।