পীরগঞ্জে ১৪ বছরের কিশোরী গণধর্ষণের শিকার,আটক দুই
মাসুদ রানা লেমন রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিন ধর্ষকের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, (১৬ মে) রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের রঘুনাথপুর মহল্লায় ঐ কিশোরী দোকানে সেম্পু কিনতে গেলে শামীম, রাব্বি এবং রাকিব নামে তিন যুবক তাকে দোকানের পাশের রুমে নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ধর্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়। ধর্ষণ শেষে কিশোরীকে ঘড়ের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা।পরে এলাকার লোকজন ঐ কিশোরীকে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবা মাকে খবর দেয়।
ঘটনা জানতে পেরে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম ও রাব্বি নামে দুইজনকে গ্রেফতার করে।
এঘটনায় ঐ কিশোরীর পিতা বাদি হয়ে তিন জনের নামে মামলা করেছেন।
ঠাকুরগাঁও (এডিশনাল এসপি) মুশফিকুর জামান ও পীরগঞ্জ (সার্কেল এসপি) আহয়াসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানায়, বাড়ি শহরের রঘুনাথপুর মহল্লায়। দুইজন গ্রেফতার হয়েছে। বাকি একজনকে ধরতে অভিযান চলমান রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।