সুন্দর লাগেজ ও ব্যাগ নিয়ে যাচ্ছিলেন তারা। দেখে মনে হবে বিদেশ থেকে ফিরেছেন। অথচ এসব লাগেজ ও ব্যাগ খুলতেই বেরিয়ে এলো গাঁজা। সব লাগেজ ও ব্যাগ মিলিয়ে দু’জনের কাছে পাওয়া গেল ১ মণ (৪০ কেজি) গাঁজা।

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় সুনামগঞ্জের ধর্মপাশা থানা সংলগ্ন কংশ নদের তীরে লঞ্চ ঘাট থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তুহিন মিয়া (২৮) এবং বিষ্ণাউড়ী গ্রামের বাছির মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২৫)।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা হবিগঞ্জ থেকে লাগেজ ও ব্যাগে করে সুনামগঞ্জ হয়ে লঞ্চে করে সোমবার সকালে ধর্মপাশায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ ও লাগেজ তল্লাশি করা হয়।

পরে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ মণ গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।