ডেস্ক রিপোর্ট :ফরিদপুর শহরতলীর ধুলদি রেলগেট বাজার এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের একটি দল। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুইজনকে কুপিয়ে ও বেদমভাবে প্রহার করে ক্যাশ বাক্স থেকে ৬ লাখ টাকা লুট করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মারাত্বক ভাবে আহত মোঃ করিম নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলার প্রস্তুুতি চলছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ধুলদি রেলগেট বাজার এলাকায় মেসার্স মল্লিক ট্রেডার্স নামের বড় ধরনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানে রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। বেলা ১০টার দিকে ২০-২৫ বছরের একটি কিশোর গ্যাংয়ের দল ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। তিনি চাবি না দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। প্রতিষ্ঠানের মালিকের ভাই মোঃ করিম এসময় কিশোর গ্যাং সদস্যদের বাঁধা দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে ৬ লাখ টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত মোঃ করিমকে হাসপাতালে নিয়ে যায়।
প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রুবেল জানান, কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে। এসময় তারা ক্যাশ বাক্সের চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে কুপিয়ে চাবি নিয়ে যায় এবং ৬ লাখ টাকা নিয়ে যায়। রুবেল জানায়, সে কয়েকজনকে চিনতে পেরেছে। প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম সেকেন বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সাথে কোন বিরোধ ছিলনা। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ভাই করিমকে কুপিয়ে ও বেদমভাবে প্রহার করেছে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।