বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার ভাংগা থানার পুকুরিয়া টু সদরপুর মহাসড়ক হতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩ সদস্য পুকুরিয়া টু সদরপুর মহাসড়ক এর উপর হতে গভীর রাতে ডাকাতি গ্রহনের প্রস্তুতির সময় ডাকাত দলের ০৩ সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প।
পুকুরিয়া টু সদরপুর মহাসড়কের উপর দীর্ঘদিন যাবৎ
ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবহনে (যেমন গরুর ট্রাক, যাত্রীবাহি বাস/পরিবহন, প্রাইভেটকার, মাইক্রো) ডাকাতি কার্যক্রম করে আসছে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ২২/০৯/২০২১ইং তারিখ গভীর রাতে ফরিদপুর
জেলার ভাংগা থানাধীন পুকুরিয়া-সদরপুর মহাসড়কে ডাকাতি গ্রহনের প্রস্তুতির সময় ডাকাত দলের ০৩ সদস্য ১। মোঃ সোহেল মিয়া(২৬), পিতা- মোঃ কহিনুর মিয়া, সাং- দামুড়দীয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, ০২। তাপস বিশ্বাস(৩০), পিতা-তপন বিশ্বাস, সাং-আন্ধারকোটা, থানা-বোয়ালমারী, ০৩। মোঃ লালন মোল্লা(৩৮), পিতা-মৃত পরশ মোল্লা,
সাং-চঁাদপুর রসুলপুর, থানা-কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুরদেরকে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ
গ্রেফতার করেন।
এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০১টি রামদা, ০১টি চাপাতি, ০২ টি চাকু, ০৩টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, তারা ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।