বেনাপোল প্রতিনিধি: শুক্রবার (২২ অক্টোবর ) দুপুর ১২.৩০মিনিটের দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল গ্রামস্থ জনৈক জাহাঙ্গীর হোসেন, পিতা-রেজাউল এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোছাঃ রিংকী বেগম (৩৩) কে আটক করে৷
আসামি -ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার,হাসামদিয়া গ্রামের বাসিন্দা।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে,বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)মোঃ ফিরোজ হোসেন একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী কে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান শার্শা থানায় যোগদান করার পর মাদকের বিরুদ্ধে বেশি অভিযান পরিচালিত হয় ।
আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।