ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
অদ্য ১৪ নভেম্বর ২০২০ ইং তারিখ ০৯০০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপালে ঢাকা হইতে চট্টগ্রাম
মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি আসামি মোঃ মনির খান (২২) কে আটক করে। আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের পিছনে একটি বস্তার ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো- ল- ২০-৩১৯৮) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।