মিরু হাসান বাপ্পী, ‌বগুড়া জেলা প্রতিনিধি: ‌বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩জন মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক তাদের জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেন। জানা যায়, মঙ্গলবার উপজেলার পৌর শহরের ইয়ার্ড কলোনি, বশিপুর ও উপজেলার ছাতিয়ান গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ১০০ টাকা জরিমানাসহ ২ জনকে ৭ দিনের ও ১ জনকে ৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর হিন্দু পাড়া এলাকার দিলিপ চন্দ্র সরকারের ছেলে সজল চন্দ্র সরকার(২০), একই এলাকার সুনিল সরকারের ছেলে সুশান্ত সরকার(১৯) ও ইয়ার্ড কলেনি এলাকার নুরুল ইসলামের ছেলে নূর আযম বাবু (২৫)। এদের মধ্যে সজল ও সুনিলকে ৭ দিনের ও বাবুকে ৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।