মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩জন মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক তাদের জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেন। জানা যায়, মঙ্গলবার উপজেলার পৌর শহরের ইয়ার্ড কলোনি, বশিপুর ও উপজেলার ছাতিয়ান গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ১০০ টাকা জরিমানাসহ ২ জনকে ৭ দিনের ও ১ জনকে ৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর হিন্দু পাড়া এলাকার দিলিপ চন্দ্র সরকারের ছেলে সজল চন্দ্র সরকার(২০), একই এলাকার সুনিল সরকারের ছেলে সুশান্ত সরকার(১৯) ও ইয়ার্ড কলেনি এলাকার নুরুল ইসলামের ছেলে নূর আযম বাবু (২৫)। এদের মধ্যে সজল ও সুনিলকে ৭ দিনের ও বাবুকে ৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।