নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪১) ও আব্দুল বাছেদের ছেলে মোঃ ফজলে রাব্বী (২৮)। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হিরোইন উদ্ধার করে।
থানাসূত্রে জানাযায়, রবিবার (২৭শে জুন) রাত্রী সারে ১০টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনা এসআই চাঁনমিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে হেরোইন সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার থানা এলাকায় কোন মাদক কারবারির ঠাই নেই। মাদকমুক্ত নন্দীগ্রাম উপজেলা গড়তে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।