![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/12/received_221599412752459-400x225.jpeg)
- বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল নেছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল নেছারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
করেছেন একজন অসহায় বৃদ্ধা মাতা: একজন অসহায় বৃদ্ধা মাতা তার সন্তানকে কাছে না পেয়ে একাকীত্বে আর্তনাদ করে যাচ্ছেন দীর্ঘ ০৭ মাস ধরে। সংসারের একমাত্র উপার্জনকারী সন্তান আনোয়ার হোসেন একটি ছোটখাটো চাকুরী করে বৃদ্ধা মাতাকে নিয়ে সুখেই জীবন যাপন করে আসছিলেন। বিগত ৩১ মে ২০২০ ইং রাত ৯ টায় পুলিশ কনস্টেবল নেছারউদ্দীন তার সন্তান আনোয়ারকে জোরপূর্বক নিজগৃহে জিম্মি করে তার উপর চালানো হয় অমানবিক, বর্বর নির্যাতন সহ বিকৃত যৌনাচার। উক্ত ঘঠনার ভিডিও দৃশ্য ধারণ করে পরবর্তীতে এলাকায় ভিডিওটি ছড়িয়ে দেন। পটিয়ার জিরি ইউনিয়নের কোটরপাড়ার বাসিন্দা মোছাম্মত আনার কলি এই প্রতিবেদককে জানান, সদ্য বরখাস্ত হওয়া বন্দর থানাধীন জেটি পুলিশ ফাঁড়ির কনস্টেবল ক:/৩০০৮ বিপি নং- (৬৮৮৭০২৬২১৫) মোঃ নেছার উদ্দীন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।