রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলেকে আটক করে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও স্ত্রী মিনারা বেগম (৩৮)।
পুলিশ জানায়, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন মামুন। নোটটি জাল বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেন মামুন। পরে লাঠিমারা এলাকার আবদুল খালেকের বসতঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।