স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়ায় মাদক বিরোধী অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল সহ তিনজন আটক হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বাঘারপাড়া থানা পুলিশ/ প্রেস হটসআপ গ্রুপের মাধ্যমে জানান, বাঘারপাড়া থানাধীন মহিরন গ্রামস্থ শ্রাবণ দাস (৪০) পিং- মৃত গেীরচন্দ্র দাস এর বাড়ি থেকে ৮৮ বোতল ফেনসিডিল সহ আসামী ১. শ্রাবণ চন্দ্র দাস (৪০) পিং- মৃত গৌরচন্দ্র দাস সাং- মহিরন থানা- বাঘারপাড়া ২. জোবায়ের (১৮) পিং- আঃ মান্নান সাং- পাটাবাড়ি বেনাপোল ৩. গফফার আলী পিং- মতিয়ার সাং- দীঘিরপাড় উভয় থানা- বেনাপোল জেলা- যশোরগনকে অদ্য ইং ২২/৯/২০২১ তাং বিকাল ৪.৩০ ঘটিকায় গ্রেপ্তার করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্র থেকে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।