স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) : যশোরের পুলিশ সুপার এর নির্দেশনায় বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানার কয়েকজন অফিসারের নেতৃত্বে বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে রবিবার (ইং- ১৭/১০/২১ তারিখ) গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বিভিন্ন গ্রাম হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিনব্যপী অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ
(১) মোঃ ফেরদৌস মোল্লা (৫০), পিতামৃত- ইসমাইল মোল্লা, সাং- ধলগ্রাম, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(২) মোঃ রেজা, পিতামৃত- গফুর মোল্লা, সাং- খলসী, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৩) মোঃ ইউনুছ আলী, পিতামৃত- সুলতান আলী মোল্লা, সাং- ভদ্রডাঙ্গা, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৪) মোঃ খায়রুল ইসলাম, পিতা- মোঃ হাবিবুল্লাহ, সাং- তালবাড়িয়া, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৫) সুকুমার সরকার, পিতামৃত- মনিন্দ্রনাথ সরকার, সাং- দরাজহাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৬) চন্দ্রনা রানী সরদার, স্বামী- সুকুমার সরকার, সাং- দরাজহাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৭) আশুতোষ সরকার, পিতামৃত- মনিন্দ্রনাথ সরকার, সাং- দরাজহাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
(৮) অড়চনা সরকার, স্বামী- আশুতোষ সরকার, সাং-দরাজহাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
উক্ত আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাঘারপাড়া থানা সূত্র নিশ্চিত করেছ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।