রাজশাহীর বাঘায় ওসি সাজ্জাদ হোসেন এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা ছেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে গাঁজা প্যাকেট জাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন ও এসআই কুদ্দুস সহ সঙ্গীয় ফোর্চ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে মা-ছেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে বাঘা থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কিছু সময়ের মধ্যে ঘটনার স্থলে পৌঁছালে বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্যাকেট জাত করছিল। হাতে নাতে ২০ কেজি গাঁজাসহ শাহানাজ বেগম(৪৫) ও তার ছেলেকে নয়ন(২০) কে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।