নয়ন হাসান, বিরামপুর, দিনাজপুরঃ
দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নের অর্ন্তগত বেপারীটোলা গ্রামের সেকেন্দারের পুকুরে পাশে আসাদ এর ফাঁকা জায়গায় অবৈধ্য ভাবে প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ২ জন জুয়াড়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত জুয়াড়ীরা হলেন উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা গ্রামের মোঃ জসিম উদ্দিন ছেলে মোঃ স্বপন (২২), একই গ্রামের মোঃ আজিমুদ্দিন ছেলে মোঃ ইদ্রিস আলী (৪৮) অবৈধ্য ভাবে প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এর নির্দেশে এস,আই নুর আলম সিদ্দিক নেতৃত্বে অফিসারদ্বয় ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাত পৌনে ২টার সময় ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা গ্রামের সেকেন্দারের পুকুরে পাশে আসাদ এর ফাঁকা জায়গায় অবৈধ্য ভাবে প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ২ জন জুয়াড়ীকে আটক করে থানা পুলিশ। এসময় অভিযান চলাকালীন সময়ে কয়েকজন জুয়াড়ী সু-কৌশলে দৌড়ে পালিয়ে যান। এসময় জুয়াড়ীদের কাছ থেকে ১শত ১০দশ টাকা, জুয়া খেলার ৬টি ফরগুটি, ১টি ফর, ১টি ডাবু, নীল পলিথিনের দুটি বস্তা উদ্ধার করে।
জানতে চাইলে এসআই (নিঃ) নুর আলম সিদ্দিক জানান, আটককৃত ২ জনসহ ৭ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে বিরামপুর থানায় জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার দিওড় ইউনিয়নে বেপারীটোলা গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রবিবার সকালে আটককৃত আসামীদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।