নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল  সীমান্ত  এলাকা বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামস্থ জনৈক ছিদ্দিক মোয়াজ্জেম এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে সর্বমোট ৭৫ (পচাত্তর) প্যাকেট দিদির স্পেশাল গিটে বাজি সহ—
( ২২মে)ইং তারিখ সময়  ১৩.৩০ ঘটিকায় ২ জন  আসামীকে  আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
যশোর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনর্চাজ বেনাপোল পোর্ট থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)মোঃ রোকনুজ্জামান  ও তার সংঙ্গীয়  ফোর্স সহ আসমীদের  আটক করে।
আটককৃত আসামীরা হল :১। মোছাঃ সিমলা বেগম (৩০),স্বামী- মৃত শওকত আলী, পিতা- মোঃ শের আলী, গ্রাম- গাজীপুর, থানা- বেনাপোল পোর্ট , জেলা-যশোর। ২। শিল্পী বেগম (২৮), স্বামী- মোঃ হারুনা রশিদ, পিতা- মোঃ শের আলী, গ্রাম- গাজীপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায়  মামলা হয়েছে। মামলা  নং-২২,  ধারা- ২৫- B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ।