কুমিল্লায় বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে বেশি দামে বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের থেকে আটক করা হয় ৩৪ লিটার সয়াবিন তেল৷ পরে এসব তেল স্থানীয় এতিমখানায় দান করা হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাজার পর্যবেক্ষণে নামে কুমিল্লা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের টিম। নগরীর বাদশা মিয়া কাঁচা বাজারে রাকিব এন্টারপ্রাইজ ও শাহিন এন্টারপ্রাইজে বোতলজাত সয়াবিন তেলের মূল্য মুছে ফেলে বেশি দামে বিক্রির প্রমাণ পায় তারা। এ সময় দুই দোকান থেকে ৩৪ লিটার তেল জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আসাদুল ইসলাম  জানান, ‘বোতলজাত সয়াবিন তেলের মূল্য মুছে বিক্রি করছিলো কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়াও তেল লুকিয়ে রেখে অনেকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।’

তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে টিম মাঠে আছে। অসাধু উপায়ে কেউ যেন সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে কাজ করছেন তারা।