তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরে বিভিন্ন হোটেল-রেস্তোরা ও বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন, ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন ক্যাবের উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুরইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের প্রধান সড়কের শুকতারা হোটেল এন্ড সুইটসকে দুই হাজার, নিউ আপ্যায়ন হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার, আদি শুকতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার, ওয়াপদা মোড়ের কলেজ ক্যাফেকে দুই হাজার এবং একই এলাকার মুন্নি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।