তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিস ও ৪০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় তার সাথে ছিলেন এসআই মো. আব্দুর রহমানসহ পুলিশ ফোর্স। জব্দকৃত মাছ তিনটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এতিমখানা তিনটি হলো ময়েনদিয়া ফয়জুল উলম মাদরাসা, গুনবহা চরপাড়া, গুনবহা কিরাতুল কারিনিয়া মাদরাসা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৫ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি আফ্রিকান মাগুর ময়েনদিয়া বাজার থেকে জব্দ করা হয়। আমাদের উপস্থিতি বুজতে পেরে ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে।