বা‌ড়ি নির্মা‌ণে চাঁদা না দেওয়ায় ইটের আঘা‌তে আ‌ফিয়া খাতুন (৪৫) না‌মে এক নারীকে খুন করার অ‌ভি‌যোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ফিশারি রোডে সা‌বেক কাউ‌ন্সিলর জাহাঙ্গীর হো‌সে‌নের বা‌ড়ির ম‌ধ্যে এ ঘটনা ঘটে।

নিহত আ‌ফিয়া খাতুন নগরীর কা‌শিপুর ফিশারি রোড এলাকার ভাড়া‌টিয়া বা‌সিন্দা ও সা‌বেক সেনাসদস্য গিয়াস উ‌দ্দি‌নের স্ত্রী।

আ‌ফিয়ার স্বামী গিয়াস উ‌দ্দিন ব‌লেন, নতুন বা‌ড়ি নির্মাণ করার জন্য আজ টিউবও‌য়েল বসা‌নোর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ বা‌ড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো. মনু চাঁদা দাবি ক‌রে আস‌ছিল। সেই চাঁদা না পে‌য়ে মনু সন্ধ্যায় আমা‌কে মারধর করে। প‌রে এক‌টি ইট দি‌য়ে আমার স্ত্রীর মাথায় আঘাত কর‌লে আমার স্ত্রী অ‌চেতন হ‌য়ে প‌ড়ে। তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

নিহত আ‌ফিয়ার মে‌য়ে আফ‌রিন ব‌লেন, আমার মা‌কে লক্ষ্য ক‌রে ইট নি‌ক্ষেপ কর‌লে সে অসুস্থ হ‌য়ে প‌ড়ে। তার পর হাসপাতা‌লে ব‌সে মারা গে‌ছে।

এ‌দি‌কে ঘটনাস্থলে গি‌য়ে অ‌ভিযুক্ত‌কে না পাওয়ায় এবং কল রি‌সিভ না করায় অ‌ভিযুক্তর বক্তব্য পাওয়া যায়নি।

ব‌রিশাল শেরেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সি‌নি ২ ইউ‌নিটের সহকা‌রি রে‌জিস্ট্রার শুভ ওঝা ব‌লেন, প্রাথ‌মিক ভা‌বে আমা‌দের ধারণা তি‌নি ম‌স্তি‌ষ্কে রক্তক্ষরণ হ‌য়ে মারা গে‌ছেন। ‌তার মাথায় কো‌নো আঘা‌তের চিহ্ন দে‌খি‌নি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিল।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানা পু‌লি‌শের ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে বিস্তা‌রিত বল‌তে পারব।

 

 

কলমকথা/ বিথী