বরিশালের হিজলায় ক্ষেতের ধানের চারা ছাগলে খাওয়ায় কাঞ্চন রাঢ়ী নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কাঞ্চন রাঢ়ী হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিশর এলাকার আলী আহম্মদ রাঢ়ীর ছেলে। কাঞ্চন রাঢ়ীর মেয়ে জেসমিন জানান, বুধবার বেলা ১১টার দিকে তাদের একটি ছাগল পার্শ্ববর্তী সিরাজ তালুকদারের জমির ছোট ছোট কিছু ধানের চারা খেয়ে ফেলে।
এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ তালুকদার ছাগলটিকে পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে চুবায় এবং পেটায়। বুধবার দিনগত রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।