বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা। চালান টি আটক করে গতকাল দুপুরবেলা।
উপ-কমিশনার এস এম শামীমুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে অবৈধ পণ্য আছে। কাভার্ডভ্যানটি তে বিপুলসংখ্যক নকল ওষুধ, শাড়ি, থ্রিপিস সহ আটক করে সিজিসি ৯ নম্বর গেট এলাকা থেকে।
উপ-কমিশনার এস এম শামীমুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে,কিন্তু আটক করতে পারিনি গাড়ির ড্রাইভার, হেলপার কে। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।