ঢাকা মহানগরীর শের-ই-বাংলা নগর এলাকা থেকে মানবপাচারকারী চক্রের ১ জন এজাহারনামীয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টায় ঢাকা মহানগরীর শের-ই-বাংলা নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নড়াইল জেলার লোহাগড়া থানার মানবপাচার অপরাধ সংশ্লিষ্ট এজাহারনামীয় পলাতক আসামী ছাদিয়ার সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিসহ এজাহারনামীয় তার সহযোগী অন্যান্য আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। গত এক বছর আগে এক ভুক্তভোগীকে আসামিরা ভারতে ভাল বেতনে বিভিন্ন কাজের প্রলোভন দেখায়।

তাদের দেয়া প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলে আসামিরা তাকে গত বছরের ১৩ আগস্ট ভারতে নিয়ে যায়। সেখানে নিয়ে আসামিরা ভুক্তভোগীকে একটি পতিতালয়ে পতিতাবৃত্তি করানোর উদ্দেশ্যে বিক্রয় করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পরবর্তীতে মামলা করে। এরপর থেকেই তারা পলাতক ছিল।

 

 

কলমকথা/ বিথী