ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় এক পুলিশ পরিবারের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী অবসর প্রাপ্ত পুলিশ সদস্য শাহাব উদ্দিন তরফদার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য শাহাব উদ্দিন তরফদার শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছিলেন। শাহাব উদ্দিনের সাথে তারই প্রতিবেশি বিল্লাল হোসেন(গেদু মিয়া), মনির হোসেন ও কুলসুমদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। অভিযোগে উল্লেখ করেন বিল্লাল হোসেন, মনির হোসেন গংরা শাহাব উদ্দিন ও তার পরিবারকে সরকারী রাস্তা দিয়ে চলা চলে বাধা প্রদান করে এবং খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন ১৮ আগস্ট শাহাব উদ্দিন বাড়িতে না থাকার সুযোগে বিল্লাল হোসেন (গেদু মিয়া) গংরা লাঠি ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শাহাব উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রথমে তার স্ত্রী কন্যাদেরকে মারপিট করে পরে ভারাটিয়ারা ফিরাতে আসলে তাদেরকেও মারপিট করে এবং এক পর্যায়ে ঘড়ে প্রবেশ করে টিভি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এতে তার ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন সন্ত্রাসীরা তার আলমারির ড্রয়ার খুলে নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় ভালুকা থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত মনির হোসেন বলেন, আমাদের কলা গাছ কাটতে গিয়ে কলাগাছটা ডিস লাইনের তারের উপর পরায় তারে টান লেগে টিভি পড়ে ভেঙ্গে গেছে আমরা ক্ষতিপুরন দিতে রাজি আছি।