ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সুইপার/পরিচ্ছন্নতা কর্মী ভুয়া নিয়োগপত্র সৃজনকারী চক্রের ০১(এক) সদস্য গ্রেফতার ।

মামলা দায়ের: বংশাল (ডিএমপি) থানার মামলা নং-৩৭ তারিখ-২৭/০৪/২০২১ ধারা-৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড ।

মডাস অপারেন্ডি : নিরিহ লোকজনদেরকে দক্ষিন সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র সৃজন করে প্রতারনা করার অপরাধ ।

উদ্ধারকৃত মালামাল:- আসামীদের দেওয়া ঢাকা দক্ষিন সিটি করর্পোরশনে বিভিন্ন পদের ভূয়া সৃজন করা নিয়োগপত্র।

সি আই ডি; অপারেশন:- ঢাকা মেট্রো-দক্ষিণ, টীম নং-০৫

গ্রেফতারের স্থান :-ডিএমপি’র বংশাল থানা এলাকা।