নবগঠিত ভূল্লী থানায় প্রথম আসামি মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভূল্লী থানার সার্বিক সহযোগীতায় মাদক বিক্রির দায়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক দ্রব্য আইনে জহিরুল ইসলামকে ৩ মাসের জেল প্রদান করা হয়।
জহিরুল ইসলাম ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের বাসিন্দা।
এ দিকে নবগঠিত ভূল্লী থানায় সোমবার জমিসংক্রান্ত মারামারির বিষয়ে দুটি মামলা রেকর্ড করা হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একেএম আতিকুর রহমান জানান, যে কোন ধরনের অভিযোগ করার জন্য থানা উম্মুক্ত। আপনারা সরাসরি থানায় অভিযোগ করতে পারবেন। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।