এক বিধবা নারী ও তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের চাচা ও ফুফুর বিরুদ্ধে এ অভিযোগ করেন লিমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিমা জানান, তার পিতা দুলাল মিয়া সৌদি আরবে কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তার ছোট চাচা নজরুল ইসলাম ও ফুফু শিউলী আক্তার সব জমি ও বাড়িঘর আত্মসাৎ করার জন্য পাঁয়তারা শুরু করেন। একপর্যায় তার মা রীমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করেন। এছাড়া তাদের ওপর নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ৪ নভেম্বর তার মা ও তাকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেন অভিযুক্তরা।
অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমি-জমার বিষয়ে আদালতে একটি বণ্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন নজরুল ইসলাম।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।