এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরে মণিরামপুরে আপন ভাই তার সহযোগিদের সাথে নিয়ে গতকাল শনিবার (৮ই জুলাই) ব্যাবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় নিজের ভাই ও ভাইয়ের শ্বশুরকে মারধর করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার দূর্বাডাংগা বাজারে।এ ব্যাপারে আহত মোঃ আশরাফুজ্জামান নিজে ৮ জনকে অভিযুক্ত করে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তথ্যমতে,মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাংগা ইউনিয়নের বাটবিলা গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে মোঃ আবুল কাসেম ও মোঃ আশরাফুজ্জামনের সাথে দূর্বাডাংগা বাজারের দোকান সহ একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।এই সংক্রান্ত একটি মামলাও চলমান আছে।
আহত আশরাফুজ্জামান জানান,গতকাল ৮ই জুলাই(শনিবার) সকাল ১০টার দিকে ব্যাবসা প্রতিষ্ঠানেই ছিলেন।এ সময় তার ভাই মোঃ আবুল কাসেম ও তার সহযোগীরা দোকানের সামনে এসে গালিগালাজ ও দোকান ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে।আশরাফুজ্জামন তার প্রতিবাদ করলে আবুল কাসেম ও তার সহযোগিরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।খবর পেয়ে আশরাফুজ্জামনের শ্বশুর মোঃ আনোয়ার দফাদার এগিয়ে আসলে তাকেও মারধর করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় আসামিরা।এ সময় স্থানীয় ইউপি সদস্য নরীম উদ্দিন মালী ও স্থানীয় লোকজনের সহায়তায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
মণিরামপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের অন্য অভিযুক্তরা হলেন,দূর্বাডাংগার জিন্দার আলীর ছেলে মোঃ রাকিব গাজী,মৃত আজিজের ছেলে পলাশ,মৃত মোসলেম সরদারের ছেলে আঃ রাজ্জাক,মৃত ওমর আলীর ছেলে আলতাফ হোসেন,উত্তম এর ছেলে রাহুল,মৃত বদরউদ্দিনের ছেলে লুৎফর রহমান, মোসলেম সরদারের ছেলে মোঃ কামরুল ইসলাম।
ঘটনার সত্যতা স্বীকার করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মনিরুজ্জামান জানান,আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।