এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ তাহমিনা বেগম(৫৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশের চৌকষ টিম।
তাহমিনা যশোর কোতোয়ালি থানার  সিরাজ সিঙ্গা গ্রামের মৃত আকাম সরদারের স্ত্রী।
মণিরামপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৭ই এপ্রিল সোমবার বিকালে সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সোহেল রানা পারভেজ ও এএসআই শ্যামল সরকারের নেতৃত্বে এসআই মলায়,কনস্টেবল দিপংকর ও তমা শর্মার যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার কুয়াদা বাজার থেকে নারী কনস্টবলের সাহায়তাই আসামিকে আটক করা হয়।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী সোহেল রানা পারভেজ(এএসআই)জানান, মোটরসাইকেল যোগে মণিরামপুর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গত ইং ১৭/০৪/২০২৩ তারিখ বিকাল ৪টা ৫০মি:ঘটিকার সময় মনিরামপুর থানাধীন কুয়াদা বাজারে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পাই যে, মণিরামপুর থানাধীন ভোজগাতী ইউনিয়নের মোল্যাডাঙ্গার মোঃ মোহর আলী দফাদার, পিতা- মৃত ইউনুচ আলী দফাদার, সাং- দোনার, থানা- মনিরামপুর, জেলা- যশোর এর কৃষি জমির দক্ষিণ পাশে আটমাইল থেকে মথুরাপুর গামী পাঁকা রাস্তার উপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। বিষয়টি অফিসার ইনচার্জ, মণিরামপুর থানা যশোরকে অবহিত করলে তাহার নির্দেশ মোতাবেক সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিকাল ৫ :২০মিঃ এর দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে একজন মহিলা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পলানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় নারী কনস্টবল দ্বারা উক্ত মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এসপি স্যারের নির্দেশনায় আমরা মাদক মুক্ত অভিযান চলমান রেখেছি। তারই ধারাবাহিকতায় গত সোমবারে আসামি তাহমিনা বেগমকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩(১) সারণির ১৯(৩) ধারায় আলামত সহকারে মঙ্গলবারে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।