এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর ও বিপ্রকোনা মৌজায় প্রবাহমান শ্রীনদী জোরপূর্বক দখল করে মাছ চাষের পায়তারা চালাচ্ছে স্থানীয় একটা মহল। এ ব্যাপারে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক আতাউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় বিলুপ্তির পথে শ্রীনদীটি দীর্ঘকাল যাবত পাশ দিয়ে অবস্থিত জনসাধারণ বিভিন্নভাবে দখল করে আছে। কিছুটা অংশ জলাশয় থাকায় এলাকাবাসী যে যার মত মাছ ধরে থাকে। হঠাৎই স্থানীয় শ্যামনগর গ্রামের মৃত নুর আলী গাইনের ছেলে মোঃ শওকত গাইন ও বিপ্রকোনা গ্রামের মৃত রহিম বক্স মোল্লার ছেলে মো: নিছার আলী সহ স্থানীয় একটি কুচক্রিমহল শ্রীনদীর উন্মুক্ত জলাশয় জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে।
যা এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক ও এলাকার অসহায় দরিদ্র জনসাধারণের জীবন যাপনের ধারাবাহিকতায় ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।
উক্ত সরকারি ও রাষ্ট্রীয় সম্পদ শ্রীনদীর উন্মুক্ত জলাশয় যাতে জোর দখল পূর্বক মুষ্টিমেয় কিছু লোকের আওতায় না থাকে তার জন্য জোর দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক আতাউর রহমান।